পরীক্ষামূলকভাবে শুরু হলো ঢাকা থেকে কাঠমান্ডুর বাসযাত্রা। এটি সড়কপথে ঢাকা থেকে ভারতের শিলিগুড়ি হয়ে নেপালের কাঠমান্ডু পৌঁছাবে।
বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে সোমবার সকাল সোয়া ৯টার দিকে কমলাপুর বিআরটিসি টার্মিনাল থেকে শ্যামলী পরিবহনের দুটি বাস রওনা হয়। ঢাকা থেকে ১১০০ কিলোমিটারের দূরুত্ব পার হয়ে বৃহস্পতিবার সকালে কাঠমান্ডুতে পৌঁছাবে বাসটি। এতে বাংলাদেশ, ভারত, নেপাল এবং এশীয় উন্নয়ন ব্যাংকের ৪৪ জন প্রতিনিধি রয়েছেন।
২০১৫ সালে বাংলাদেশ, ভুটান, ভারত এবং নেপাল-বিবিআইএন'র মধ্যে সড়কপথে যাত্রী পরিবহনে এই চার দেশ একটি চুক্তি করে। পরে ভুটান চুক্তি থেকে সরে দাঁড়ায়।
এরপর ভুটানকে বাদ দিয়ে এই তিন দেশের মধ্যে পরীক্ষামূলক যাত্রা শুরু হলো। এ যাত্রার মধ্যদিয়ে সড়কপথে নেপালে যোগাযোগের সম্ভাব্যতা যাচাই হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: