সময়টা এমনিতেই ভালো যাচ্ছে দেশের ক্রীড়াঙ্গনের। সাফ চ্যাম্পিয়নশিপে মেয়েরা চ্যাম্পিয়ন হবার পর ছেলেরা হারিয়েছে কম্বোডিয়াকে। এরপর নারী ক্রিকেট দল নিশ্চিত করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা।
আজ ২৫ সেপ্টেম্বর হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য দারুণ একটা রাত। রোববার রাতে মাঠে নামবে পুরুষ ক্রিকেট দল, নারী ক্রিকেট দল ও সাবেক ক্রিকেটারা।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুবাই স্টেডিয়ামে রাত ৮টায় মাঠে নামবে বাংলাদেশ। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজ।
একই সময়ে দেরাদুনে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ইন্ডিয়া লিজেন্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ লিজেন্ডস।
এদিকে আবুধাবি স্টেডিয়ামে রাত ৯টায় টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টের গ্রুপ পর্বে আইরিশদের হারায় জৌতি-সালমারা।