অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হংকংকে ১৯৩ রানের টার্গেট দিয়েছে ভারত। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৯২ রান করেছে তারা।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেছেন সুর্যকুমার যাদব। মাত্র ২৬ বলে এ রান করেন তিনি। তার এই ইনিংসে ছয়টি মার ও ছয়টি ছক্কার মার রয়েছে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়।
এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩৮ রানের মাথায় রোহিত শর্মার উইকেট হারায় ভারত। ১৩ বলে ২১ রান করেন তিনি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান করেন বিরাট কোহলি। ৪৪ বলে এই রান করেন তিনি। তার এই ইনিংসে তিনটি ছক্কা ও একটি চারের মার রয়েছে।
হংকংয়ের পক্ষে আয়ুশ শুকলা ও মোহাম্মদ গাজানফার একটি করে উইকেট নিয়েছেন।
হংকং একাদশ:
নিজাকাত খান (অধিনায়ক), বাবর হায়াত, ইয়ানিম মুরতাজা, কিঞ্চিত শাহ, স্কট ম্যাকেসনি (উইকেটরক্ষক), হারুন আরশাদ, আইজাজ খান, জিশান আলি, এহসান খান, আয়ুশ শুকলা, মোহাম্মদ গাজানফার।
ভারতীয় একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), রবিন্দ্র জাদেজা, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, ইয়ুজবেন্দ্র চাহাল, আর্শদিপ সিং।