টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে আফগানদের বোলিং তোপে পড়েছে টাইগাররা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৮ ওভারে ৪ উইকেটে ৩৫ রান করেছে বাংলাদেশ।
নাঈম শেখ ৬, এনামুল হক বিজয় ৫, সাকিব আল হাসান ১১ ও মুশফিকুর রহিম ১ রান করে সাজঘরে ফিরে গেছেন। মুজিব উর রহমান তিন ওভারে ৯ রান দিয়ে একাই তিন উইকেট নিয়েছেন। রশিদ খান নেন একটি উইকেট।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়।
বাংলাদেশের একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদী হাসান, মো. সাইফ উদ্দিন, মো. নাঈম শেখ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
আফগানিস্তানের একাদশ:
হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিদ জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন-উল-হক, মুজিব উর রহমান ও ফজলহক ফারুকি।