বেটিং-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বেটউইনারের সঙ্গে চুক্তি থেকে সরে এসেছেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়ে জানিয়েছেন সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে তিনি এ চিঠি দেন।
বিসিবি সভাপতি সাকিবের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে বলেছেন, হ্যাঁ, আমরা সাকিবের চিঠি পেয়েছি। চিঠিতে ও বেটউইনারের সঙ্গে চুক্তি থেকে সরে আসার কথা বলেছে।
একটি সূত্রে জানা গেছে, চিঠিতে সাকিব বেটউইনার নিউজের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা তো জানিয়েছেনই, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টও সরিয়ে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন। সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের প্রতি তাঁর আনুগত্যের কথা জানিয়ে জাতীয় দলের হয়ে নিজেকে উজাড় করে দেবেন বলেও কথা দিয়েছেন।

বিটউইনারের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন সাকিব
গত ২ আগস্ট টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান তার অফিসিয়াল ফেসবুকে একটি পোস্টে বেটউইনার নিউজ-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার কথা জানান। বিতর্কটা শুরু হয় মূলত অন্য কারণে। কারণ বেটউইনার নিউজ হচ্ছে বেটউইনার ডট কমের অঙ্গপ্রতিষ্ঠান, যা অনলাইনে জুয়া খেলার একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এখানেই যত আপত্তি বিসিবির। আর বাংলাদেশের আইনেও জুয়া নিষিদ্ধ। তাই এ জাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা আছে, এমন কিছুর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়াকে নীতিবিরুদ্ধ হিসেবে বিবেচনা করে বিসিবি। গুঞ্জন আছে, বেটউইনার নিউজের সঙ্গে প্রায় ১০ কোটি টাকায় চুক্তি করেছিলেন সাকিব।
বৃহস্পতিবার বিকেলে বিবিসি বস সাফ জানিয়ে দেন বেটিং, গ্যাম্বলিং নিয়ে বিসিবি একদম জিরো টলারেন্স। কোনোভাবেই এগুলোকে গ্রহণ করা হবে না।
এসময় তিনি বলেন, সাকিব যদি চুক্তি বাতিল না করে তবে বিসিবি তার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না।
বিসিবির সংবাদ সম্মেলনের ঘণ্টা খানেক পরই চুক্তি বাতিলের বিষয়টি গণমাধ্যমকে জানান সাকিব। এবার খবর এলো বিসিবিকে চিঠি দেওয়ার।