সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়েকে ২৯১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯০ রান করেছে টাইগাররা।
রোববার (৭ আগস্ট) হারারেতে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়।
এরই মধ্যে প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ
জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাভা (অধিনায়ক), তানাকা চিভাঙ্গা, ব্র্যাডলি ইভান্স, তাকুদওয়ানাশে কাইতানো, লুক জঙউই, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধভের, তাদিওয়ানশে মারুমানি, টনি মুনিয়োঙ্গা, ভিক্টর নিউয়াচি ও সিকান্দার রাজা।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: