গানায়ার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। বুধবার (১৩ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হয়।
এই ম্যাচ শুরুর আগের দিন জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ জানিয়েছেন, আমরা শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করবো না। যেহেতু আমাদের জন্য একটা বড় সুযোগ আছে, দ্বিতীয় ম্যাচ জিতলেই আমরা রিল্যাক্স করতে পারবো যে সিরিজ জিতেছি, এজন্য অবশ্যই জিততে হবে ম্যাচ।
প্রথম ওয়ানডেতে খেলা তাসকিন আহমেদের পরিবর্তে আজ দ্বিতীয় ম্যাচে একাদশে ফেরানো হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে।
রোববার সিরিজের প্রথম ম্যাচে ছয় উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে শেষ চার সিরিজের সবকয়টি জিতেছে বাংলাদেশ। এবার ২০১৫ সালের পর দ্বিতীয়বারের মতো টানা পাঁচ সিরিজ জয়ের হাতছানি তামিমদের সামনে। ২০১৪-১৫ সালে টানা ছয় সিরিজ জিতেছিল বাংলাদেশ।
বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।