নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় বাংলাদেশকে টপকে গেল ইংল্যান্ড। লম্বা সময় ধরে এক নম্বরে ছিলো টাইগাররা। ১৮ ম্যাচে ১২ জয়ে ১২০ পয়েন্ট নিয়ে এক নম্বরে ছিল বাংলাদেশ।
তবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়ে বাংলাদেশকে ছাড়িয়ে গেল ইংলিশরা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের আগে ১১৫ পয়েন্ট ছিল ইংল্যান্ডের। এখন তাদের পয়েন্ট হলো ১৮ ম্যাচে ১২ জয়ে ১২৫। দুইয়ে থাকা বাংলাদেশের ১২০।
সিরিজের শেষ ম্যাচে বুধবার(২২ জুন) আমস্টিলভিনে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে জস বাটলারের দল।
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় ইংল্যান্ড।
আগে ব্যাটিং করে ৪৯ ওভার ২ বলে ২৪৪ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস। জেসন রয়ের অপরাজিত শতক, জস বাটলারের ৬৪ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস, দুইজনের অবিচ্ছিন্ন ১৬৩ রানের জুটিতে ৩০ ওভার ১ বলে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।