অ্যান্টিগা টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মাত্র ৪৫ রানেই নেই ছয় উইকেট। কেমার রোচ, কাইল মায়ার্স, আলজারি জোসেফ দুইটি করে উইকেট নিয়েছেন।
মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান শূন্য রানে সাজঘরে ফিরে যান। ওপেনার তামিম ইকবাল ২৯, লিটন দাস ১২ রানে আউট হন।
বৃহস্পতিবার(১৬ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায় ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ২১ ওভারে ৬ উইকেটে ৬৭ রান করেছে সফরকারীরা। অধিনায়ক সাকিব আল হাসান ১৯ ও মিরাজ ২ রানে ক্রিজে রয়েছেন।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, খালেদ আহমেদ, মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
ক্রেইগ ব্র্যাথওয়েট, জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুডাকেশ মোটি, রেমন রেইফার, জেইডেন সিলস, কেমার রোচ।