ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়া হচ্ছে না টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের। রক্তচাপজনিত সমস্যার কারণে কাতারের দোহা থেকে দেশে ফিরে এসেছেন তিনি।
গত ৮ জুন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও পেসার মোস্তাফিজুর রহমানের সঙ্গে উইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়েন খালেদ মাহমুদ সুজন। বাকি দুইজন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পৌঁছে গেলেও মাঝপথ থেকে দেশে ফিরে এসেছেন সুজন।
ডাক্তারের পরামর্শে তিনি বাসায় বিশ্রামে আছেন।
সুজনের জায়গায় বিসিবির পরিচালক ও বয়সভিত্তিক ক্রিকেটের প্রধান ওবেদ নিজামকে পাঠাচ্ছে ক্রিকেট বোর্ড। আগামী বুধবার উইন্ডিজের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: