দীর্ঘ দিন পর ছুটিতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। শনিবার (১১ জুন) থেকে তিন সপ্তাহের ছুটিতে যাচ্ছেন প্রধান নির্বাচক। আজ রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন নান্নু। সঙ্গে তার স্ত্রীও যাবেন।
শুক্রবার(১০ জুন) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
নান্নু বলেন, ‘অনেকদিন পর তিন সপ্তাহ ছুটি নিয়ে আমেরিকা ঘুরতে যাচ্ছি।’
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর ছোট ভাই নিম্মুও আমেরিকা প্রবাসী। দীর্ঘ দিন ধরে আছেন যুক্তরাষ্ট্র। এছাড়া তার বড় ভায়রা জাতীয় দলের সাবেক ফুটবলার কোহিনুরও প্রায় তিন যুগ ধরে যুক্তরাষ্ট্র থাকেন। ছুটিতে তাদের সঙ্গে সাক্ষাত করবেন নান্নু।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: