শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর দিনই খারাপ সংবাদ শুনলেন শন অ্যাবট। ইনজুরির কারণে খেলতে পারবেন না লঙ্কানদের বিপক্ষে কোনো ম্যাচ। এমনকি শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে লাল বলের সিরিজও মিস করবেন তিনি।
মঙ্গলবার (৭ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
কলম্বোতে মঙ্গলবার (৭ জুন) প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এই ম্যাচকে সামনে রেখে নেটে ব্যাটিং অনুশীলন করার সময় বাম তর্জনীতে চোট পান শন অ্যাবট। ধরা পড়ে চিড়ও। তার বদলি হিসেবে এখনও কাউকে ডাকা হয়নি।
অবশ্য শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ছিলেন না অ্যাবট। আগেরদিন প্রথম টি-টোয়েন্টি ম্যাচের একাদশেও নাম ছিল না এই পেসারের। কিন্তু দলের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে চার দিনের ম্যাচের জন্য অস্ট্রেলিয়া ‘এ’ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার।