মনে হচ্ছিলো ঢাকা টেষ্টের প্রথম ইনিংসে লিড নিতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু তা হতে দেয়নি শ্রীলঙ্কার দুই অভিজ্ঞ ব্যাটার। অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও দিনেশ চান্দিমালের ব্যাটিং দৃঢ়তায় উল্টো চাপে পড়েছে বাংলাদেশ। তারা দুজনই শতরান স্পর্শ করেছেন। অথচ সুযোগ ছিলো শ্রীলঙ্কাকে চাপে ফেলবার। দ্রুত উইকেট নিতে পারেনি বাংলাদেশের বোলাররা। তাই মিরপুর টেস্টের লাগামটা ধীরে ধীরে শ্রীলঙ্কার হাতে চলে যাচ্ছে।
দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন সকালে উইকেট তুলে নিতে ব্যর্থ হয়েছে টাইগার বোলাররা। এখন সেই খেসারত দিচ্ছে তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত চতুর্থ দিনের প্রথম সেশন শেষে প্রথম ইনিংসে ৫৭ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা। এখনো ব্যাট করছেন তারা দুজন।
চট্টগ্রামে আগের টেস্টেও এই দুজনের জুটি বেশ ভুগিয়েছিলো বাংলাদেশকে। এই টেস্টেও সেই ম্যাথিউজ-চান্দিমালে ভর করেই নিজেদের ওপর থাকা চাপটা এখন উল্টো বাংলাদেশের ওপর বইয়ে দিয়েছে লঙ্কানরা।
বৃষ্টি বাঁধায় আগেরদিন অনেকটা সময়য় নষ্ট হওয়ার পর ৫ উইকেটে ২৮২ রান নিয়ে দিনের খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। আগেরদিনের সময়টা পুষিয়ে নিতে আজ নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শুরু হয়েছে খেলা।
আজ সকাল থেকে লঙ্কান এই জুটির ওপর তেমন কোনো চাপই সৃষ্টি করতে পারেনি টাইগার বোলাররা। দুজনের আত্মবিশ্বাসী বোলিংয়ে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। সাকিব-তাইজুলদের বলে বিচ্ছিন্ন কিছু আবেদন হলেও উইকেট নেয়ার মতো বোলিং করতে পারেননি কেউই।
পানি পানের বিরতির পর আক্রমণে ব্রেক-থ্রুর আশায় বোলিংয়ে আসেন টাইগার অধিনায়ক মমিনুল হক নিজেই। তার ওই ওভারের চতুর্থ বলেই আউট হয়েও রিভিউ নিয়ে বেঁচে যান চান্দিমাল। মমিনুলের বল চান্দিমালকে পরাস্ত করে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। বোলার-ফিল্ডারদের জোরালো আবেদনে সাড়া দিয়ে আউট দিয়ে দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে সে যাত্রায় বেঁচে যান চান্দিমাল।
এর বাইরে সকাল থেকে এই জুটির বিপক্ষে আসলে তেমন কোনো সুযোগই সৃষ্টি করতে পারেন নি বাংলাদশের বোলররা। শ্রীলঙ্কার সাবেক দুই অধিনায়ক মিলে অনেকটা সহজেই কাটিয়ে দিয়েছেন পুরো সেশন।