গেল ২০ বছরে বাংলাদেশ কোন টেষ্ট জিততে পারেনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এবার বড় সুযোগ এসেছে টাইগারদের সামনে। কেননা যে ডারবানে আজ বাংলাদেশ সাউথ আফ্রিকার মুখোমুখি হতে যাচ্ছে সেই মাঠে গত ৯ বছর টেষ্ট জেতেনি স্বাগতিকরা।
অথচ ঘরের মাঠে সব সময় ফেভারিট দল দক্ষিণ আফ্রিকা। আর প্রতিপক্ষ যদি হয় বাংলাদেশ তাহলে তো কথাই নেই। কারণ, গত কুড়ি বছরে বাংলাদেশের কাছে দেশে, দেশের বাইরে সব টেস্টেই জয় পেয়েছে প্রোটিয়ারা।
ডারবানের কিংসমেড স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। কিন্তু দক্ষিণ আফ্রিকার দুশ্চিন্তার জায়গা ভেন্যু। যেন নিজ দেশে পরবাসী।
কারণ, ডারবানে গত ৯ বছরে একটি টেস্টও জিততে পারেনি প্রোটিয়ারা। তবে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট না জেতা বাংলাদেশকে কিছুটা হলেও স্বস্তিতে রাখবে ডারবানের অতীত।
ডারবানে সবশেষ ২০১৩ সালে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেবার ভারতকে হারিয়েছিল গ্রায়েম স্মিথের নেতৃত্বাধীন দলটা। সেই দলে ছিল জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, ডেল স্টেইন, মরনে মরকেল, ভারনান ফিল্যান্ডারদের মতো তারকারা।
ওই ম্যাচের পর এ মাঠে ৪টি ম্যাচের ৩টিতেই হেরেছে, ড্র হয়েছিল একটি। ২০১৫ সালে ইংল্যান্ডের কাছে, ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র হলেও কারণ ছিল বৃষ্টির। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার কাছে হার এবং সবশেষ শ্রীলঙ্কার কাছে ১ উইকেটে হারে ২০১৯ সালে।
বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়ারা পাচ্ছে না পূর্ণ শক্তির দল। কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, এনরিক নরকিকার মতো তারকাদের ছাড়াই নামতে হচ্ছে ডারবানে। অধিনায়ক এলগার, সহ-অধিনায়ক টেম্বা বাভুমা আর বাঁহাতি স্পিনার কেশব মহারাজ ছাড়া বেশিভাগ অনভিজ্ঞ খেলোয়াড় নিয়েই সাজাতে হচ্ছে একাদশ।