শুক্রবার বিকেলে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭ উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। আজ টস হেরে বাংলাদেশ ব্যাট করতে নেমে ।
বাংলাদেশের আজকের স্কোর দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০১৭ সালে কিম্বার্লিতে ২৭৮ রান করেছিল বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রিকেটার সাকিব আল হাসান ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে ৬৪ বলে ৭টি চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৭৭ রান করেন। এটা ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম ফিফটি। তার ৭৭ রানের ইনিংসের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল চতুর্থ উইকেটে ইয়াসির আলীর সঙ্গে তার জুটিটি। এই জুটিতে মাত্র ৮২ বলে ১১৫ রান তোলেন সাকিব ও ইয়াসির। যেখানে সাকিবের অবদান ছিল ৬৩। আর ইয়াসিরের ৫০। ইয়াসির ৪৪ বলে ৪টি চার ও ২ ছক্কায় এই রান করেন।
তার আগে ৬৭ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫০ করেন লিটন দাস। তামিম ইকবাল ৬৭ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ৪১ রান। উদ্বোধনী জুটিতে তামিম ও লিটন ৯৫ রান তোলেন।
মাহমুদউল্লাহ ১৭ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস খেলে যান। শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ তোলেন ১৩ বলে ২৬ রান। যেখানে মিরাজের অবদান ৮ বলে ১৭। তাতে ৭ উইকেট হারিয়ে ৩১৪ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। জিততে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ৩১৫ রান।
বাল হাতে প্রোটিয়াদের মার্কো জানসেন ও কেশব মহারাজ ২টি করে উইকেট নেন।