ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রোনালদোহীন ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে সিটি। রোববার রাতের ম্যাচে প্রিমিয়ার লিগের ম্যাচে তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অনুপস্থিতির সুযোগ ভালভাবেই কাজে লাগিয়ে ম্যানচেস্টার সিটি।
ম্যানচেস্টার সিটি ম্যাচের শুরু থেকে দাপুটে ফুটবল খেলেছে। শুরুতে পিছিয়ে পড়ার পর সমতা টেনে লড়াইয়ের আভাস দেওয়া ম্যানচেস্টার ইউনাইটেডকে পরে যেন খুঁজেই পাওয়া গেল না। দারুণ জয়ে লিগ টেবিলে লিভারপুলের সঙ্গে ব্যবধান বাড়াল ম্যানসিটি।
বের্নার্দো সিলভার বাড়ানো বলে স্কোর শিটে নাম তোলেন কেভিন ডি ব্রুইনা। ২২ মিনিটে সানচোর গোলে ম্যাচে সমতাও ফেরায় রেড ডেভিলরা। তবে ২৮ মিনিটে ডি ব্রুইনার ২য় গোলে ২-১ এর লিড নিয়ে বিরতিতে যায় পেপ গার্দিওলার দল।
দ্বিতীয়ার্ধে একাধিক আক্রমণ করলেও ম্যাচে ফেরা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। উল্টো ৬৮ ও ৯০ মিনিটে রিয়াদ মাহরেজের দুই গোলে ৪-১ এর বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
গত নভেম্বরে লিগে প্রথম দেখায় ওল্ড ট্র্যাফোর্ডে ২-০ গোলে জিতেছিল সিটি। গার্দিওলার কোচিংয়ে এই নিয়ে দ্বিতীয়বার এক আসরে দুবার ম্যানচেস্টার ডার্বি জিতল তারা। আগেরটি ছিল ২০১৮-১৯ মৌসুমে।
২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে আছে ম্যান সিটি। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।