সময়টা ভালো যাচ্ছে না লিভারপুলের। তাই বলে অ্যানফিল্ড-দুর্গের পতন দেখতে হবে, তা হয়তো ভাবেনি ক্লাবটির সবচেয়ে নিরাশাবাদী সমর্থকও। তা-ও আবার অবনমনের ঝুঁকিতে থাকা বার্নলির কাছে।
হঠাৎ পথ হারানো ইংলিশ চ্যাম্পিয়নরা বিশাল এক ধাক্কা খেয়েছে বৃহস্পতিবার রাতে। অ্যানফিল্ডে পুঁচকে বার্নলির কাছে ১-০ গোলে হেরে গেছে লিভারপুল। এই হারে লিগে ঘরের মাঠে তাদের টানা ৬৮ ম্যাচের অজেয় যাত্রা থেমে গেল।
ইংলিশ প্রিমিয়ার লিগে প্রায় চার বছর পর ঘরের মাঠে হারল ইয়ুর্গেন ক্লপের দল। এর আগে অ্যানফিল্ডে কোনো লিগ ম্যাচে তারা সবশেষ হেরেছিল ২০১৭ সালের ২৩ এপ্রিল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। সেই হারের ১৩৬৯ দিন পর অ্যানফিল্ডে আবার ভূপাতিত হলো অলরেডরা। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে লিভারপুলের বুকে ছুরি চালান বার্নলি ফরোয়ার্ড অ্যাশলি বার্নস।
এ নিয়ে প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে পয়েন্ট হারাল লিভারপুল। এর মধ্যে শেষ চার ম্যাচে গোলমুখে ৭২টি শট নিয়েও লক্ষ্যভেদ করতে পারেননি সালাহ, মানেরা। ২০০০ সালের পর এই প্রথম লিগে টানা চার ম্যাচে গোল করতে ব্যর্থ হলো লিভারপুল। টানা পাঁচ ম্যাচের জয়খরায় ১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চারে নেমে গেছে তারা। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানইউ।
দলের এমন অভাবনীয় বিপর্যয়ের পুরো দায় নিজের কাঁধে নিচ্ছেন লিভারপুল কোচ ক্লপ, ‘মুখে চপেটাঘাত খাওয়ার অনুভূতি হচ্ছে। আমরা এমন একটা ম্যাচ হেরেছি, যেখানে হারা প্রায় অসম্ভব। আমরা সেই অসম্ভবকে সম্ভব করেছি। কোচ হিসেবে ভুলের পুরো দায় আমারই।’ / যু