চার ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি গত ৮ জানুয়ারি (শুক্রবার) খেলেছে আয়ারল্যান্ড ও আরব আমিরাত। এরপর থেকেই যেন খরা লেগে গেছে সিরিজটিতে। পরপর চারবার স্থগিত হলো সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। এখন সিরিজের সবগুলো ম্যাচ মাঠে গড়ানো নিয়েই সৃষ্টি হয়েছে শঙ্কার।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দ্বিতীয় ওয়ানডে হওয়ার কথা ছিল ১০ জানুয়ারি। পরে ১২ ও ১৪ জানুয়ারি ছিল শেষ দুই ম্যাচ। কিন্তু আমিরাতের ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে নির্ধারিত সময় তো নয়ই, তিনবার সূচি বদলেও দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি খেলতে পারেনি আয়ারল্যান্ড ও আরব আমিরাত।
শুক্রবার চতুর্থবারের মতো স্থগিত করা হয়েছে দ্বিতীয় ওয়ানডেটি। প্রথমে ১০, পরে ১২, পরে ১৪ এবং সবশেষ ১৬ তারিখে নিয়ে যাওয়া হয়েছিল ম্যাচটি। সে মোতাবেক আজ (শনিবার) মাঠে গড়ানোর কথা ছিল এটি। কিন্তু এখন আবার সেটি নিয়ে যাওয়া হয়েছে সোমবার অর্থাৎ ১৮ জানুয়ারি তারিখে।
এদিকে চলতি সপ্তাহের বৃহস্পতিবার (২১ জানুয়ারি) থেকে আফগানিস্থানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর কথা আয়ারল্যান্ডের। কিন্তু আমিরাতের বিপক্ষে সিরিজ নিয়ে অনিশ্চয়তার কারণে এখনও পর্যন্ত সবকিছু এক দোলাচালের মধ্যে রয়েছে। / ই