শারীরিক অবস্থার অবনতির জন্য ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটারকে সুইজারল্যান্ডের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুইস পত্রিকা ব্লিককে দেওয়া এক সাক্ষাত্কারে ব্লাটারের মেয়ে করিন ব্লাটার বলেন, ‘আমার বাবা এখন হাসপাতালে। তবে তার অবস্থার উন্নতি হচ্ছে। তার আরো সময় ও বিশ্রাম লাগবে।’
৮৪ বছর বয়স্ক এই সাবেক ফুটবল প্রশাসকের শারীরিক অবস্থা গুরুতর হলেও প্রাণঘাতী নয়, জানিয়েছে ডাক্তাররা।
১৯৯৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত ফিফার অষ্টম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ব্লাটার। তবে দুর্নীতির দায়ে ২০১৫ সালে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতি মামলা এখনো চলমান আছে আদালতে।