বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় পর্বের খেলার প্রথম ম্যাচে মুশফিকের ঝড়ো ব্যাটিংয়ে রাজশাহী রয়েলসের বিপক্ষে জয় তুলে নিয়েছে খুলনা টাইগার্স। দুপুরে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ের জন্য পাঠায় খুলনা। রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৮৯ রান। জবাবে খুলনা খেলতে নেমে ৫ উইকেট বাকি থাকতেই জয়ে বন্দরে পৌঁছে যায়।
রাজশাহীর হয়ে সোয়েব মালিক ৫০ বলে ৮টি চার ও ৪টি ছয়ের সাহায্যে সংগ্রহ করেন সর্বোচ্চ ৮৭ রান। খুলনার হয়ে মোহাম্মদ আমির তুলে নেন ২টি উইকেট।
খুলনা টাইগার্স ব্যাটিংয়ে নেমে শুরুতেই হারিয়ে ফেলে দুই উইকেট। রাসেলের বলে নাজমুল হাসান শান্ত ফিরে যান শূণ্য রানে এবং রহমানুউল্লাহ গুরবাজ ফিরে যান ৭ রান করে। এরপর দলের হাল ধরেন রুশো ও মুশফিক। রুশো ৩৫ বলে করেন ৪২ রান এবং শতকের দরজায় গিয়ে ৫১ বলে ৯৬ রানে ফিরে যান মুশফিক। পরে ৫ উইকেট থাকতেই খুলনা টাইগার্স পৌঁছে যায় জয়ের সোপানে।
বিকেলে দ্বিতীয় পর্বের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখী হবে সিলেট থানডার। ম্যাচটি সন্ধা সাড়ে ৬টার দিকে অনুষ্ঠিত হবে।