বাংলাদেশ দলের সাবেক তারকা ওপেনার জাভেদ ওমর বেলিমকে সম্মান জানিয়ে টুইট করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)।
১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত দাপুটে ক্রিকেট খেলে যাওয়া এ তারকা ক্রিকেটারের ৪৩তম জন্মদিন আজ সোমবার। ১৯৭৬ সালের ২৫ নভেম্বর পুরান ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহন করেন তিনি। বেড়ে উঠেছেন হোসনি দালান এলাকায়। তার পিতার নাম মোহাম্মদ ওমর বেলিম ও মাতা জুবেদা খাতুন বেলিম। ছোটবেলা থেকেই ক্রিকেটে ধ্যানজ্ঞ্যান ছিল তার।
? 40 Tests
— ICC (@ICC) November 25, 2019
? 59 ODIs
? 3,032 international runs
In his debut Test in 2001, the Bangladesh batsman scored half-centuries in both innings, and carried his bat, scoring an unbeaten 85, in the second innings.
Happy birthday to Javed Omar! pic.twitter.com/ENi0nDYsm8
১৯৯৫ সালে ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিকে যাত্রা শুরু জাভেদ ওমর বেলিমের। বাংলাদেশের চার প্রজন্মের সঙ্গে ক্রিকেট খেলেছেন তিনি। ১২ বছরের ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারে ৫৯ ম্যাচ খেলে ২৩.৮৫ গড়ে ১০টি ফিফটির সাহায্যে ১ হাজার ৩১২ রান করেন তিনি।
আর ২০০১ সালে দেশের ১২তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয় জাভেদ ওমরের। ৭ বছরের টেস্ট ক্যারিয়ারে এক সেঞ্চুরি আর আট ফিফটিতে ২২.৫ গড়ে ১ হাজার ৭২০ রান করেন তিনি।
কলকাতায় সদ্য শেষ হওয়া ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স ঐতিহাসিক গোলাপি বলের দিবা-রাত্রির টেস্ট দেখতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আমন্ত্রণ পান জাভেদ ওমর। অবশ্য ভারত সফরে ইন্দোর ও ইডেন টেস্টে ইনিংস ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।