শ্রীলঙ্কার মাটিতে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে এখন ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশের যুবারা।
টস জিতে আগে ব্যাটিং করতে নামা ভারতীয় যুবারা জুনিয়র টাইগারদের বোলিংয়ের বিপক্ষে খুব বেশি সুবিধা করতে পারেননি। ৩২.৪ ওভারে ১০৬ রানে অল আউট ভারত। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ।
ভারতের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেছেন অধিনায়ক ধ্রুব জোরেল। বাংলাদেশের পক্ষে শামিম হোসেন পেয়েছেন ৩টি উইকেটে। আর মৃত্যুঞ্জয় চৌধুরী পেয়েছেন ২ উইকেট। এ ছাড়া ১টি করে উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব ও শাহীন আলম।