সোমবার লন্ডনের কেনিংটন ওভালে ইংল্যান্ডের কাছে হেরেছে আফগানরা। ইংল্যান্ড মুহূর্তে জয় তুলে নিয়ে শেষ করে দিয়েছে ম্যাচ। আফগানদের হারিয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে।
গতকাল লন্ডনের কেনিংটন ওভালে প্রথমে ব্যাট করে আফগানিস্তান। কিন্তু বিশ্বকাপ দলে ডাক পাওয়া জোফরা আর্চারের তোপে পড়ে শুরুতেই। দলের ২৫ রানে হারায় দুই উইকেট। পরে জো রুটের অফ স্পিনে ১৬০ রানেই গুটিয়ে যায় তারা। সেই রান তাড়া করতে নেমে ইংল্যান্ড নেয় ১৭.৩ ওভার।
আফগানিস্তানের হয়ে এ ম্যাচে আটে নেমে সর্বোচ্চ ৪৪ রান করেন মোহাম্মদ নবী। ওপেনার নুর আলী জাদরান করেন ৩০ রান। এছাড়া শেষ ব্যাটসম্যান দৌলত জাদরান খেলেন ২০ রানের ইনিংস। হাসমতউল্লাহ শাহেদি ১৯ এবং অধিনায়ক গুলবাদিন নাঈব ১৪ রান করে ফিরে যান।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার জেসন রয় টি-২০ ধাচে খেলতে থাকেন। তিনি মাত্র ৪৬ বলে ৮৯ রানের হার না মানা দুর্দান্ত এক ইনিংস খেলেন। তার ইনিংসে ১১টি চারের পাশাপাশি ছক্কা মারেন চারটি। রয়দের ওপেনিং সঙ্গী জনি বেয়ারস্টোও মেরে খেলতে শুরু করেন। তার ব্যাট থেকে ২২ বলে ৩৯ রান আসে। এক ছক্কার পাশাপাশি সাতটি চার মেরে আউট হন তিনি। পরে জো রুট ২৯ রান করে ম্যাচ শেষ করে ফেরেন।
ইংল্যান্ডের হয়ে জোফরা আর্চার এ ম্যাচে ৫.৪ ওভার বোলিং করে ৩৩ রানে নেন ৩ উইকেট। জো রুট ৬ ওভারে ২২ রান খরচায় ৩ উইকেট তুলে নেন। বেন স্টোকস এবং মঈন আলী একটি করে উইকেট নেন। আফগানরা গুরুত্বপূর্ণ দুই উইকেট হারায় রান আউটে কাটা পড়ে। আফগানদের হয়ে একমাত্র উইকেটটি নেন মোহাম্মদ নবী।