ফেডারেশন কাপ ফুটবলে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। জোড়া গোল করেছেন সর্বা। আরেক ম্যাচে উত্তর বারিধারা ক্লাবকে ৪-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
ফেডারেশন কাপের দ্বিতীয় দিনের খেলায়, বিকেলে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, মুখোমুখি হয় আবাহনী লিমিটেড ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। শুরু থেকেই ফরাশগঞ্জের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আবাহনী।
প্রথমার্ধের শেষ মুহূর্তে, সর্বার গোলে খেলায় লিড নেয় তারা। বিরতি থেকে ফিরে, গোলশোধে মরিয়া ফরাশগঞ্জ আক্রমণ চালাতে থাকে।
তবে, বেশ কয়েকটি সুযোগ মিস করে ফরাশগঞ্জ। অতিরিক্ত সময়ে স্কোরশিটে আরেকবার নিজের নাম লেখান সর্বা। শেষ পর্যন্ত, ফরাশগঞ্জের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: