স্প্যানিশ লিগে হোচট খেয়েছে গেলোবারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। সেল্টা দে ভিগোর কাছে ২-০ গোলে হেরে গেছে অ্যাটলেটিকোসরা। এর মধ্য দিয়ে শিরোপার রেসে আরো একটু পিছিয়ে পড়লো দিয়েগো সিমিওনির দল। ২৩ ম্যাচে ৫০ পয়েন্ট তাদের। লিগ লিডার রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ।
সেল্টা দে ভিগোর মাঠে বিরতির আগে গোল পায়নি কোন দল। দ্বিতীয়ার্ধে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপদসীমায় নোলিতোকে ফাউল করেন মারিও সুয়ারেজ। স্পটকিক থেকে সেল্টা দে ভিগোকে লিড এনে দেন নোলিতো।
গোল শোধ করতে পারেনি পিছিয়ে পড়া অ্যাটলেটিকো মাদ্রিদ। উল্টো আরো একটি গোল হজম করে তারা। ৭১ মিনিটে মাইকেল ডেলির সহায়তায় দুর্দান্ত একটি গোল করেন ফ্যাবিয়ান ওরেয়ানা।
২-০ গোলের জয় পায় সেল্টা ভিগো। এই পরাজয়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার চেয়ে শিরোপা রেসে অনেকটাই পিছিয়ে পড়লো অ্যাটলেটিকো মাদ্রিদ।