এফ এ কাপে, মিডলসবরোকে ২-০ গোলে হারিয়ে, কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। জোড়া গোল করেছেন ফ্রান্সের ফরোয়ার্ড অলিভিয়ের জিরুদ।
এফ এ কাপের, পঞ্চম রাউন্ডের ম্যাচে, শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে আর্সেনাল। ২৭ মিনিটে, খেলায় এগিয়ে যায় গানাররা। ইংলিশ ডিফেন্ডার কিরন গিবসের পাস পেয়ে সহজেই বল জালে জড়ান অলিভিয়ের জিরুদ।
দুই মিনিট পরে, ব্যবধান দ্বিগুণ করেন ফ্রান্সের এই ফরোয়ার্ড। চিলিয়ান তারকা অ্যালেক্সিস সানচেসের সহায়তায়, দূর্দান্ত এক সাইড ভলিতে স্কোরশীটে আবারো নাম লেখান জিরুদ।
শেষ পর্যন্ত, ২-০ ব্যবধানের জয় নিয়ে এফ এ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে আর্সেনাল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: