বিশ্বকাপের প্রথম দিনেই আসরের প্রথম হ্যাটট্রিক ও শতক দেখলেন ক্রিকেটপ্রেমীরা। বিশ্বকাপ অভিষেক ম্যাচেই অস্ট্রেলিয়ান ওপেনার অ্যারোন ফিঞ্চ হাঁকালেন সেঞ্চুরি আর বিশ্বকাপে খেলতে এসেই ইংলিশ পেসার স্টিভেন ফিন দেখালেন হ্যাটট্রিক ম্যাজিক।
শুরুতেই চমক দেখালো বিশ্বকাপ। আসরের প্রথম হ্যাটট্রিক ও শতকের দেখা মিললো খেলা মাঠে গড়ানোর প্রথম দিনেই।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে সেঞ্চুরি করলেন অজি ওপেনার অ্যারোন ফিঞ্চ। ১২৮ বলে ১৩৫ রানের ইনিংসটি সাজানো ছিল ১২টি চার ও ৩টি ছয়ের মারে।
ইনিংসের প্রথম ওভারেই জীবন পাওয়া ফিঞ্চ শেষ পর্যন্ত হাঁকালেন ক্যারিয়ারের সপ্তম শতক। এটি বিশ্বকাপে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
এদিকে, বিশ্বকাপের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করার অনন্য কীর্তি গড়লেন স্টিভ ফিন। অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ তিন বলে ব্র্যাড হ্যাডিন, গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল জনসনকে আউট করে বিশ্বকাপের অষ্টম হ্যাটট্রিক করেন এই ইংলিশ পেসার।
এটি বিশ্বকাপে কোনো ইংলিশ বোলারের প্রথম হ্যাটট্রিক। আর ২০০৯ সালে অ্যান্ড্রু ফ্লিনটফের পর ওয়ানডেতে কোনো ইংলিশ বোলারের প্রথম হ্যাটট্রিক।