স্প্যানিশ কোপা দেল রের সেমিফাইনালে জয় পেয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়েছে কাতালান জায়ান্টরা। আরেক সেমিফাইনালে ঘরের মাঠে এস্পানিওলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অ্যাথলেটিক বিলবাও।
কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে ম্যাচের প্রথমার্ধে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় বার্সা। বিরতির পর ম্যানুয়ে ট্রিগুয়েরোসের গোলে সমতায় ফেরে ভিয়ারিয়াল। তবে এর মিনিট খানেকের মধ্যে আন্দ্রেস ইনিয়েস্তার গোলে আবারো লিড নেয় বার্সেলোনা।
এরপর জেরার্ড পিকের গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করে লুইস এনরিকের শিষ্যরা। এদিকে, স্প্যানিশ কাপের আরেক সেমিতে ১-১ গোলে ড্র হয়েছে অ্যাথলেটিক বিলবাও ও এস্পানিওলের ম্যাচ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: