জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে ঢাকা ও রংপুর বিভাগ আর ড্র হয়েছে ঢাকা মেট্রো-বরিশাল বিভাগ এবং রাজশাহী ও সিলেট বিভাগ।
ফতুল্লায় ২য় ইনিংসে ৪ উইকেটে ১৯৩ রান নিয়ে, চতুর্থ ও শেষ দিনে খেলতে নেমে, ৮ উইকেটে ২৪৭ রানে ইনিংস ঘোষণা করে ঢাকা মেট্রো। ৩৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে, ২ উইকেটে ২৬৭ রানে দিন শেষ করে বরিশাল বিভাগ। ফলে ড্র হয়ে যায় ম্যাচ।
এদিকে, সাভারের বিকেএসপিতে ১১৬ রানে পিছিয়ে থেকে, ২য় ইনিংসে ব্যাট করতে নেমে, ৩ উইকেটে ৩৩৫ রান নিয়ে দিন শেষ করে সিলেট। জবাবে রাজশাহী ব্যাট করতে না পারায় ড্র হয় এ ম্যাচও।
বিকেএসপিতে আরেক ম্যাচে, চট্টগ্রামকে ইনিংস ও ১৭৪ রানে হারিয়েছে ঢাকা বিভাগ। ডাবল সেঞ্চুরি করেছেন ঢাকার রনি তালুকদার। আর মিরপুরে, খুলনা বিভাগকে ১৯৩ রানে হারিয়েছে রংপুর বিভাগ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: