ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে টানা সাত ম্যাচে জয়ের দেখা পেলো লিভারপুল। টটেনম্যান হটস্পারকে ২-৩ গোলে হারিয়েছে দ্যা রেডসরা। সেই সঙ্গে লিভারপুলে জার্সি গায়ে, ১৩ ম্যাচ পর মৌসুমের প্রথম গোল পেলেন ইতালিয়ান তারকা মারিও বাল্লোতেল্লি।
অ্যানফিল্ডে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচের ১৫ মিনিটে লিড পায় লিভারপুল। ২৬ মিনিটে হ্যারী ক্যানের গোলে সমতায় ফেরে টটেনহাম।
বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি থেকে ষ্টিভেন জেরার্ডের গোলে ব্যবধান ২-১ করে লিভারপুল। কিছুক্ষণ পর আবারো সমতায় ফেরে স্পাররা। শেষবাশিঁ বাজার ৭ মিনিট আগে ইতালিয়ান তারকা মারিও বাল্লোতেল্লি গোলে ৩-২ ব্যবধানের জয় নিয় মাঠ ছাড়ে ব্রেন্ডন রজার্সের লিভারপুল।
দিনের আরেক ম্যাচে লিস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। অন্যম্যাচে, হ্যালসিটিকে ২-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: