বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানকে ১৫৩ রানে হারিয়েছে ভারত।
অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ১৬ রানের মধ্যে শিখর ধাওয়ান ও ভিরাট কোহলির উইকেট হারায় ভারত। এরপর সুরেশ রাইনার সঙ্গে ১৫৮ রানের জুটি গড়েন ওপেনার রোহিত শর্মা।
ব্যক্তিগত ৭৫ রানে রাইনা রান আউট হলেও সেঞ্চুরি তুলে নেন রোহিত শর্মা। আজিনকিয়া রাহানের অপরাজিত ৮৮ ও রোহিত শর্মার ১৫০ রানে ভর করে ৫ উইকেটে ৩৬৪ রানের বিশাল স্কোর গড়ে ভারত।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: