বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ।
সিডনির ব্ল্যাকটাউন অলিম্পিক পার্কে ২৪৭ রানের টার্গেট ১১ বল হাতে রেখেই টপকে যায় মিসবাহ বাহিনী।
বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে সোমবার পাকিস্তানের বিপক্ষে টস জিতে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি সিদ্ধান্ত নেন আগে ব্যাট করার। মাত্র এক রান যোগ করতেই আউট হন ওপেনার এনামুল। তবে ইনজুরি থেকে সেরে এ ম্যাচেই প্রথমবারের মত মাঠে নামা তামিম করেছেন হাফ সেঞ্চুরি। ৮১ রান করে ইয়াসির শাহর বলে বোল্ড হন তিনি।
তামিমকে সঙ্গ দেয়া মাহমুদুল্লাহ রিয়াদও পেরিয়েছেন ৫০ রানের কোটা। ৫টি চারে ৮৩ রান আসে তার ব্যাট থেকে। মিডল অর্ডারে সাকিব ৩০ বলে ৩১ রান করেন। এক বল বাকি থাকতে বাংলাদেশ অলআউট হয় ২৪৬ রানে। ১২ ফেব্রুয়ারি আয়াল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে লড়বে বাংলাদেশ।
আগামী ১৮ তারিখ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।