হার দিয়েই নতুন বছর শুরু করলো স্প্যানিশ লিগের দুই শীর্ষ দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লা লিগায় ভ্যালেন্সিয়ার কাছে ২-১ হেরেছে রিয়াল মাদ্রিদ।
লিগের আরেক ম্যাচে, জর্দি আলবার একমাত্র আত্মঘাতী গোলে রিয়াল সোসিয়েদাদের কাছে হেরেছে বার্সেলোনা। তবে, হারলেও ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল। এক ম্যাচে বেশি খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে বার্সেলোনা।
ভ্যালেন্সিয়ার মাঠে শুরুতে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে, বিরতি থেকে ফিরে অ্যান্তোনিও বারাগানের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।
৬৫ মিনিটে, আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির গোলে খেলায় লিড নেয় ভ্যালেন্সিয়া। শেষ পর্যন্ত, আর কোনো গোল করতে না পারলে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা। এ হারের ফলে টানা ২৩ ম্যাচ জয়ের রেকর্ড গড়তে পারলো লস ব্লাঙ্কোরা।
এদিকে, রিয়াল হারায় বার্সার সামনে সুযোগ ছিলো শীর্ষস্থান দখলের। তবে, রিয়াল সোসিয়েদাদের মাঠে জর্দি আলবার একমাত্র আত্মঘাতি গোলে হেরে যায় লুইস এনরিকের শিষ্যরা।