জয় দিয়ে নতুন বছর শুরু করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যান্তোনি গ্রিজম্যানের জোড়া গোলে লেভান্তেকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এ জয়ে পয়েন্টের দিক দিয়ে বার্সেলোনাকে ধরে ফেললো রোজিব্লাঙ্কোরা।
ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে, লেভান্তের বিপক্ষে ১৮ মিনিটে, গ্রিজম্যানের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। বিরতি থেকে ফিরে, লিড দ্বিগুণ করেন এই ফ্রেঞ্চ স্ট্রাইকার। তবে ম্যাচের ৬২ মিনিটে, নাবিলের গোলে ব্যবধান কমায় অতিথিরা।
খেলা শেষের মিনিট খানেক আগে, স্কোরশীটে নাম লেখান উরুগুয়ের ডিফেন্ডার দিয়েগো গোদিন। শেষ পর্যন্ত, লেভান্তের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনির শিষ্যরা।
এ জয়ে ১৭ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: