মেলবোর্নে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ড্র হয়েছে—এর মধ্য দিয়ে ৪ ম্যাচের সিরিজ ২-০ তে জিতে নিলো অস্ট্রেলিয়া। ৩৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৪ রান নিয়ে পঞ্চম দিন শেষ করে ভারত। এর আগে, ৯ উইকেটে ৩১৮ রান নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।
৭ উইকেটে ২৬১ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। মাত্র এক রানের জন্য সেঞ্চুরি মিস করেন শন মার্শ। ৯ উইকেটে ৩১৮ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ৩৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে, দলীয় ১৯ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।
তবে রাহানেকে সঙ্গে নিয়ে দলের ব্যাটিং বিপর্যয় সামাল দেন ভিরাট কোহলি। দেখে শুনে খেলে ক্যারিয়ারের দশম হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। ৬ উইকেটে ১৭৪ রান তুলতে দিন শেষ হলে, ড্র হয় ম্যাচ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: