হেরেই চলেছে লুইস ভ্যান গলের ম্যানচেস্টার ইউনাইটেড। ক্যাপিটাল ওয়ান কাপের দ্বিতীয় রাউন্ডে তৃতীয় বিভাগের দল এমকে ডনস এর কাছে ৪-০ গোলে বিদ্ধস্ত হয়েছে রেড ডেভিলরা।
এমকে ডনসের বিপক্ষে মূল একাদশে ডেভিড ডি গেয়া, ড্যানি ওয়েলব্যাক, হ্যাভিয়ের হার্নান্দেজের মতো তারকারা থাকলেও জয় পায়নি লুইস ভ্যান গলের শিষ্যরা। ম্যান ইউ এর বিপক্ষে এমকে ডনসের হয়ে জোড়া গোল করেছেন উইলিয়াম গ্রিগ ও বেনিক এফোবি।
ম্যাচের ২৫ মিনিটেই গ্রিগের গোলে এগিয়ে যায় এমকে ডনস। এরপর রেড ডেভিল ডিফেন্সের ভুলে ৬৩, ৭০ ও ৮৪ মিনিটে গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় তারা।
শেষ পর্যন্ত ৪-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বিপর্যন্ত ম্যানইউ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: