গ্রেনাডায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ১৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ বাকী থাকতেই সিরিজ নিশ্চিত করলো ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৭০ রানেই শেষ হয়ে যায় মুশফিকদের ইনিংস। টানা দুই ম্যাচ হেরে হোয়াইটওয়াশের আশংকা এখন বাংলাদেশের সামনে।
গ্রেনাডায় ম্যাচের শুরুতেই কির্ক এডওয়ার্ডসকে শূন্য রানেই ফিরিয়ে দেন আল আমিন। তবে ক্রিস গেইল এবং ড্যারেন ব্রাভোর অর্ধশতকে, বড় সংগ্রহের দিকে এগোতে থাকে ক্যারিবিয়রা।
শেষ পর্যন্ত সিমন্সের ৪০, রামদিনের ৩৪ এবং পোলার্ডের ২৬ রানে ভর করে, নির্ধারিত ৫০ ওভারে, ৭ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ৩৯ রানের বিনিময়ে, ৩ উইকেট তুলে নেন মাশরাফি।
জবাবে ব্যাটিং বিপর্যয়ে দলীয় ৭০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ওপেনার তামিম ছাড়া দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি কেউ। এটি গ্রেনাডার এ মাঠের সবচেয়ে কম রানের নতুন রেকর্ড।