বুলাওয়েতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৬১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল সফরকারীরা।
টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ভালোই শুরু করেন ডি কক ও হাশিম আমলা। তবে ৬০ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে খেলায় ফেরে জিম্বাবুয়ে।
ডু প্লেসিসের ৫৫, জেপি ডুমিনির ৩৬ ও ডেভিড মিলারের ৪৫ রানে ভর করে সবকটি উইকেট হারিয়ে ২৫৭ রান করে প্রোটিয়ারা। ব্যাট করতে নেমে ২১ রানেই দুই ওপেনারকে খুইয়ে বসে জিম্বাবুয়ে।
মিডল অর্ডারে শন উইলিয়ামস কিছুটা প্রতিরোধ গড়লেও প্রোটিয়া বোলারদের সামনে দাড়াতেই পারেনি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। শেষপর্যন্ত ১৯৬ রানে থামে তাদের ইনিংস।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: