ইংলিশ প্রিমিয়ার লিগের নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে চেলসি। বার্নলিকে ৩-১ ব্যাবধানে হারিয়েছে ব্লুরা।
হোম ম্যাচের শুরুতেই স্কট আরফিল্ডের গোলে এগিয়ে যায় প্রিমিয়ার লিগের নতুন দল বার্নলি। তবে লিড বেশিক্ষন ধরে রাখতে পারেনি ক্লেরেটরা।
মিনিট তিনেক পর ব্লুদের সমতায় ফেরান অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে চেলসিতে পাড়ি জমানো দিয়াগো কস্তা। এরপর জার্মান তারকা আন্দ্রে শার্লে ব্যবধান দ্বিগুন করেন।
৩৪ মিনিটে ফেব্রিগাসের কর্নার থেকে গোল করেন ইভানোভিচ। বাকি সময়ে আর কোন গোল না হলে বার্নলির বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনিয়োর চেলসি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: