বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান টেস্ট অলরাউন্ডার র্যাং কিংয়ে আবারও এক নম্বরে উঠে এসেছেন। সোমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ প্রকাশিত র্যাং কিংয়ে ভারতের রবীচন্দ্রন অশ্বিনকে টপকে শীর্ষ স্থান দখল করেছেন তিনি।
সাকিব ৩৬৪ পয়েন্ট অর্জন করে এক নম্বরে উঠে এসেছেন। দ্বিতীয় অবস্থানে নেমে আসা অশ্বিনের পয়েন্ট ৩৫৭। ৩৪৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার ভেরনন ফিলেন্ডার আছেন তিন নম্বরে।
৬ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ সাকিব গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন।
গত ১১ আগস্ট প্রকাশিত আইসিসি র্যাং কিংয়ে দক্ষিণ আফ্রিকার ফিলেন্ডারকে ছাড়িয়ে শীর্ষে আসেন ভারতের রবীচন্দ্রন অশ্বিন। সাকিবের অবস্থান ছিলো ৩ নম্বরে। এক সপ্তাহের ব্যবধানে তিনি এক নম্বরে উঠে এলেন।
এর আগে গত বছরের ডিসম্বের মাসে আইসিসি র্যাং কিংয়ে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান।