বাংলাদেশ ক্রিকেট দলের ফিল্ডিং কনসালটেন্ট হিসেবে এক মাসের চুক্তিতে যোগ দিয়েছেন জিম্বাবুয়ে বংশোদ্ভূত ইংলিশ কোচ রিচার্ড গ্রান্ট হ্যালসল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সময় থেকেই কাজ শুরু করবেন তিনি।
প্রথম শ্রেণীর নয় ম্যাচ খেলা হ্যালসল ২০০৭ সালে দায়িত্ব নেন ইংল্যান্ডের ফিল্ডিং কোচ হিসেবে। এরপর ২০১১ সালে দায়িত্ব নেন একই দলের সহকারি কোচের।
আপাতত বাংলাদেশ দলের সঙ্গে এক মাসের ফিল্ডিং কনসালটেন্ট হিসেবে ক্যারিবিয়ান সফরে কাজ করবেন এই জিম্বাবুইয়ান।
আগামী ৩ অক্টোবর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড-ইসিবির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ হওয়ার পরই হ্যালসল স্থায়ীভাবে চুক্তিবদ্ধ হবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সঙ্গে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: