নরওয়েতে বিশ্ব দাবা অলিম্পিয়াডের দশম রাউন্ডে উন্মুক্ত ও মেয়েদের বিভাগে জয়ের ধারা ধরে রেখেছে বাংলাদেশের দাবাড়ুরা।
উন্মুক্ত বিভাগে এল সালভাদরকে হারিয়েছে বাংলাদেশ পুরুষ দল আর অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধীদের দল- ইন্টারন্যাশনাল ব্রেইল চেস অ্যাসোসিয়েশনকে হারিয়েছে বাংলাদেশের নারী দল।
মঙ্গলবার উন্মুক্ত বিভাগে সাদা নিয়ে জিতেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ। কালো নিয়ে জিতেন গ্র্যান্ডমাস্টার এনামুল হক।
এদিকে, কালো নিয়ে ড্র করেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। দশ রাউন্ড শেষে পাঁচ জয় ও দুই ড্র নিয়ে তাদের ম্যাচ পয়েন্ট ১২।
এছাড়া, মেয়েদের বিভাগে সাদা নিয়ে জয় পেয়েছেন দুই নারী আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও শামীমা আকতার লিজা। আর কালো নিয়ে জিতেছেন নারী ফিদে মাস্টার শারমিন শিরিন সুলতানা।
তবে কালো নিয়ে হেরে যান নজরানা খান। দশ রাউন্ড শেষে পাঁচ জয়ে বাংলাদেশের মেয়েদের ম্যাচ পয়েন্ট ১০।