বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ম্যাচ ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত ক্রিকেটারদের পূর্ণাঙ্গ রায় প্রকাশের প্রায় দেড় মাস পর বুধবার ওই রায় চ্যালেঞ্জ করে আকসু ট্রাইব্যুনালে আপিল করেছেন তারা। আপিলের প্রাথমিক শুনানি শেষ হয়েছে আগামী মাসের ৮ থেকে ১১ তারিখ পূর্ণাঙ্গ শুনানি শেষে রায় ঘোষণা করা হবে— এ তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের আইজীবীরা।
গত বছরের ১৩ আগস্ট বিপিএলের ম্যাচ ফিক্সিংয়ের জড়িত থাকায় ৯ জনকে অভিযুক্ত করে আইসিসি। পরে এ বছরের ১৯ জানুয়ারি থেকে দ্বিতীয় দফায় শুনানি শুরু হয়। প্রায় দুই সপ্তাহের শুনানি শেষে ১৮ জুন পূর্ণাঙ্গ রায় দেয় আকসু ট্রাইব্যুনাল।
এতে সব ধরনের ক্রিকেট থেকে আট বছরের জন্য আশরাফুলকে, ১০ বছরের জন্য ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক শিহাব চৌধুরীকে, ৩ বছরের জন্য নিউজিল্যান্ডের ক্রিকেটার লু ভিনসেন্টকে ও ১৮ মাসের জন্য শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার কৌশল লোকুয়ারাচ্চিকে নিষিদ্ধ ঘোষণা করে আকসু ট্রাইব্যুনাল।
তবে দোষী ক্রিকেটারদের এ রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ দেয় ট্রাইব্যুনাল। ফলে প্রায় দেড় মাস পর বুধবার সকাল ৯টা থেকে শুরু হয় আপিলের শুনানি।
টানা সাড়ে চার ঘণ্টার শুনানি শেষে আইনজীবীরা জানান, প্রাথমিক শুনানি শেষ হয়েছে। তবে পূর্ণাঙ্গ রায় পেতে হলে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।
ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত আশরাফুলের আইনজীবী ব্যারিস্টার খালেদ হামিদ চৌধুরী বলেন, রায় পুনর্বিবেচনা করে যাতে শাস্তি আরো কমানো হয় সেজন্য আপিল করেছেন তারা।
গত ১৮ জুন বিপিএলের ম্যাচ ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত ক্রিকেটারদের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।