ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও জার্মানি ২০১৪ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে। এ নিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে পরস্পরের বিপক্ষে খেলবে এ দুই দল। এর আগে একবার আর্জেন্টিনা ও একবার ফাইনালে জিতেছিল জার্মানি। এবার দুই দলই চাইবে একে অপরকে ছাড়িয়ে যেতে।
মুখোমুখি লড়াইয়ে জার্মানির চেয়ে এগিয়ে আর্জেন্টিনা। আর সব মিলিয়ে ২০ বারের সাক্ষাতে ৯ বারই জিতেছে সাদা-আকাশিরা। আর ৬ বার জয় পেয়েছে জার্মানি। বাকী ৫ ম্যাচ ড্র।
তবে বিশ্বকাপ ফুটবলে জার্মানির বিপক্ষে খেলায় অন্যরকম এক স্নায়ুচাপ কাজ করে আর্জেন্টিনার। কারণ বিশ্বকাপে সাদা কালোদের সঙ্গে সুখস্মৃতির চেয়ে দুঃখের স্মৃতিই বেশি আলবিসেলেস্তেদের। এ পর্যন্ত ওয়ার্ল্ড কাপে ৬ বারের সাক্ষাতে মাত্র একবারই জিততে পেরেছে আর্জেন্টিনা। আর একটি ড্রসহ বাকি ৪ ম্যাচে হেরেছে আলবিসেলেস্তেরা।
১৯৫৮ সালের বিশ্বকাপে থেকে জার্মানি-আর্জেন্টিনা দ্বৈরথ শুরু। সেবার গ্রুপ পর্বে সাদা আকাশিদের ৩-১ গোলে হারিয়েছিল ইউরোপের দলটি। ১৯৬৬ সালে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয় এ দুই দল। ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের জার্মানির সঙ্গে গোলশূন্য ড্র করে অ্যান্তোনিও রাতিনের আর্জেন্টিনা।
২০ বছর পর মেক্সিকো বিশ্বকাপের ফাইনালে আবারো সাক্ষাৎ হয় এ দুই জায়ান্টের। ৩-২ গোলে জিতে নিজেদের দ্বিতীয় শিরোপা উচিয়ে ধরে ল্যাতিন আমেরিকার দল।
ইতিহাস সৃষ্টি হয় ১৯৯০ সালে ইতালি বিশ্বকাপে। সেবারই প্রথমবারের মতো আগের আসরের দুই ফাইনালিস্টের খেলা দেখে বিশ্ববাসী। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল পেয়ে শিরোপা জিতে নেয় জার্মানি। আর এটিকে ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেন দিয়েগো ম্যারাডোনা।
এরপর ২০০৬ ও ২০১০ বিশ্বকাপের কোয়াটার ফাইনালে লড়াই হয় এ দুই দলের আর দুই বারই আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে ছিটকে দেয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটরা।
ব্রাজিল বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হতে যাচ্ছে এ দুই পুরনো শত্রু। জার্মানি ও আর্জেন্টিনা উভয় দলই নিজেদের শেষ বিশ্বকাপ জিতেছে একে অপরের বিপক্ষে। তাই নিশ্চই মারাকানায় জমজমাট এক ফাইনালই দেখতে পাবে বিশ্ববাসী।