ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ছাড়েননি ব্রাজিলের প্লেমেকার নেইমার। নিজে খেলতে না পারলেও সেই স্বপ্ন সতীর্থরাই পূরণ করবেন বলে আশাবাদী ২২ বছর বয়সি এ ফরোয়ার্ড। এদিকে, নেইমারকে ইচ্ছাকৃতভাবে ফাউল করা হয়েছে কি-না, সে বিষয় খতিয়ে দেখবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।
ষষ্ঠবারের মতো ব্রাজিলের বিশ্বকাপ জয়ের স্বপ্নসারথী ছিলেন নেইমার। তাকে ঘিরেই রণকৌশল সাজাতেন কোচ লুইস ফিলিপে স্কলারি। তবে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ান ডিফেন্ডার ক্যামিলো জুনিগার হাঁটুর আঘাতে মেরুদণ্ডের অস্থিসন্ধিতে চিড় ধরে। আর এরইসঙ্গে শেষ হয়ে যায় নেইমারের বিশ্বকাপ।
তবে তাতে শেষ হয়ে যায়নি তরুণ এ তারকার বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ব্রাজিল ফুটবল ফেডারেশনের এক ভিডিও বার্তায়, সতীর্থদের তার স্বপ্নপূরণে অনুপ্রেরণা দিলেন ব্রাজিলের এ প্লেমেকার। সব বাঁধা পার হয়ে সতীর্থরাই চ্যাম্পিয়ন হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন- বিশ্বাস করেন এ ২২ বছর বয়সি ফরোয়ার্ড।
হাসপাতালের বিছানায় শুয়ে নেইমার স্বপ্ন দেখছেন ব্রাজিল চ্যাম্পিয়ন আর উদযাপনে যোগ দিয়েছেন তিনি।
এর আগে জাতীয় দলের ক্যাম্প ছাড়েন নেইমার। পরে হেলিকপ্টারে করে নেইমারকে রাজধানী রিও ডি জেনিরোতে নিয়ে যাওয়া হয়। ৮ জুলাই সেমিফাইনালে জার্মানির বিপক্ষে দর্শক হিসেবে থাকতে পারেন ব্রাজিলের এ তারকা।
এদিকে, আর্জেন্টিনার সাবেক ফুটবল তারকা ম্যারাদোনা ও বার্সেলোনায় সতীর্থ মেসিসহ ফুটবল রথীমহারথীরা দ্রুত আরোগ্য কামনা করেছেন নেইমারের।