রাউন্ড অব সিক্সটিনের আরেক ম্যাচে গ্রিসকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকেট পেল কোস্টারিকা।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ এ সমতায় থাকার পর অতিরিক্ত সময় গোলশূন্য শেষ হলে খেলা নিষ্পত্তি হয় পেনাল্টি শুট আউটে। শেষ আটের লড়াইয়ে ৫ জুলাই কোস্টারিকার প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
গ্রুপ অফ ডেথ থেকে চমক সৃষ্টি করে শেষ ষোলতে আসা কোস্টারিকার প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল গ্রিস। প্রথমবারের মতো মুখোমুখি দু'দল। তবে মাঠে তাপ ছিল না প্রথমার্ধে।
মাঝমাঠের লড়াইয়ে ব্যস্ত থাকলেও গোল পাচ্ছিল না কেউই। কোস্টারিকার তুলনায় গ্রিস গোলে শট বেশি নিলেও পারেনি জাল ভেদ করতে। প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যভাবে।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই লিড নেয় কোস্টারিকা। স্কোরশিটে নাম লেখান ব্রায়ান রুইজ।
৬৬ মিনিটে দশ জনের দলে পরিণত হয় কোস্টারিকা। পর পর দুটি হলুদ কার্ডের খেসারত দেন অস্কার দুয়ার্তে।
এরপরও সুযোগ কাজে লাগাতে পারেনি গ্রিস। তবে খেলা জমে যায় ম্যাচের শেষ মিনিটে। গোল করে সমতা আনেন পাপাস্থপৌলোস। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
তবে বাড়তি ৩০ মিনিটও গোলশূন্য থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
প্রথম তিনটি করে শটে সফল হয় দু দলই। চার নাম্বার শটে কোস্টারিকা গোল করলেও সফল হয়নি গ্রিস। লা সেলেদের গোলরক্ষক কেইলর নাভাসের দুর্দান্ত সেভে রক্ষা পায় কোস্টারিকা।
পঞ্চম শট নিতে এসে কোনো ভুল করেননি কোস্টারিকার মিকায়েল উমানা। সেইসঙ্গ প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের জায়গা করে নিল কোস্টারিকা। ৫ জুলাই তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।