‘জি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও জার্মানি এবং পর্তুগাল ও ঘানা। এ ম্যাচ দুইটিতেই নির্ধারণ হবে কোনো দুটি দল যাবে নকআউট পর্বে। যুক্তরাষ্ট্র-জার্মানি ম্যাচ ড্র হলে বিশ্বকাপ থেকে বাদ পড়বে পর্তুগাল ও ঘানা। আবার নিজেদের ম্যাচ ড্র করলেও প্রথম রাউন্ড থেকেই বাড়ি ফিরতে হবে পর্তুগাল-ঘানাকে। দুটি ম্যাচই হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
একটি জয় এবং একটি ড্র নিয়ে জার্মানি ও যুক্তরাষ্ট্র উভয় দলেরই পয়েন্ট ৪। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘জি’ গ্রুপে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে জার্মানি।
গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র-জার্মানি ম্যাচে জয়ী দল। পর্তুগালের মতো শক্তিশালী দলকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা জার্মানি রয়েছে বেশ ফুরফুরে মেজাজেই। দ্বিতীয় ম্যাচটা ঘানার সঙ্গে ড্র হলেও ভালো খেলেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটসরা। ইনজুরি কাটিয়ে খেলার জন্য ফিট হয়ে উঠছেন জার্মান গোলমেশিন থমাস মুলার, মিডফিল্ডার সামি খেদিরা ও ডিফেন্ডার জেরোমে বোয়েটাংরা। মিরোস্লাভ ক্লোসার সামনে হাতছানি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিকানায় এককভাবে শীর্ষে ওঠার।
যুক্তরাষ্ট্রের নজর থাকবে ফুলহাম তারকা ক্লিন্ট ডেম্পসি ও বেসিকটাসের জার্মেইন জোন্সের ওপর।
এদিকে, একটি ড্র এবং একটি করে হার নিয়ে গ্রুপের ৩ ও ৪ নম্বরে রয়েছে যথাক্রমে ঘানা ও পর্তুগাল। তেমন কোনো মিরাকল না ঘটলে দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে ক্রিশ্চিয়ানো রোনাল্দোর পর্তুগালের আর একই অবস্থা ঘানারও।
যুক্তরাষ্ট্র যদি জার্মানির সঙ্গে হারে আর ঘানা ও পর্তুগালের মধ্যে কোনো একটি দল যদি জেতে তারপরও গোল ব্যবধান ঘোঁচাতে না পারলে শেষ ষোলতে উঠবে যুক্তরাষ্ট্রই।