‘ই’ গ্রুপের ম্যাচে রাত ২টায় ৯৮’র বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে র্যাং কিংয়ের ২৬ নম্বর দল ইকুয়েডর। আর গ্রুপের অন্যম্যাচে একই সময়ে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে র্যাং কিংয়ের ৬ নম্বর দল সুইজারল্যান্ড। দুইটি ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে ফ্রান্সের সঙ্গে ‘ই’ গ্রুপ থেকে যাবে কারা, সুইজারল্যান্ড নাকি ইকুয়েডর?
গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ইকুয়েডর ও ফ্রান্স। প্রথম দুই ম্যাচ জিতে এরইমধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে ১৯৯৮ সালের চ্যাম্পিয়নরা। আর প্রথম দুই ম্যাচে ৮ গোল করে ফরাসিদের স্পটলাইটে থাকবেন দুই ম্যাচে ৩ গোল করা করিম বেনজেমা।
এদিকে, প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জিতে শেষ ষোলোতে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে ইকুয়েডর। তবে রাউন্ড অব সিক্সটিনে যেতে হলে গ্রুপের অন্যম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে রেইনালদো রুয়েদার শিষ্যদের।
এছাড়া, ইকুয়েডরের স্পটলাইটে থাকবেন বিশ্বকাপে দলের একমাত্র গোলস্কোরার এনার ভ্যালেন্সিয়ার ওপর কারণ দুই ম্যাচে দলের ৩ টি গোলই করেছেন তিনি।
গ্রুপের আরেকম্যাচে দূর্বল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে র্যাং কিংয়ের সুইজারল্যান্ড। ইকুয়েডর ও সুইজারল্যান্ডের পয়েন্ট সমান হওয়ায় শেষ ষোলোতে যাওয়ার সুযোগ রয়েছে দুই দলেরই। সুইসদের সামনে শেষ ষোলোতে খেলার সম্ভাবনাও খানিকটা উজ্জ্বল কারণ গোল ব্যবধানে এগিয়ে থাকার পাশাপাশি শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল হন্ডুরাস।