খেলা

রাত ১০টায় নাইজেরিয়ার মুখোমুখি আর্জেন্টিনা

আর্জেন্টিনা
আর্জেন্টিনা

‘এফ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে রাত ১০টায় নাইজেরিয়ার মুখোমুখি হচ্ছে শেষ ষোলো নিশ্চিত করা আর্জেন্টিনা। এ ম্যাচে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব সিক্সটিনে যাবে আলবিসেলেস্তেরা। আর ড্র করলেই নাইজেরিয়া উঠবে পরের রাউন্ডে। এদিকে, বিশ্বকাপে টিকে থাকতে বড় ব্যবধানে ইরানকে জিততে হবে বসনিয়া-হার্জেগোভিনার বিরুদ্ধে।

বসনিয়া-হার্জেগোভিনা ও ইরানের বিপক্ষে দুই ম্যাচে জিতে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি তাই মর্যাদার লড়াই এবং সেইসঙ্গে প্রথম দুই ম্যাচে সামর্থ্য অনুযায়ী খেলতে না পারায় এটি মেসিদের জন্য আত্মবিশ্বাস পোক্ত করার ম্যাচও। এদিকে, ড্র করলেই সুপার সিক্সটিনে পৌছবে আফ্রিকার সুপার ইগলরা।

আগের দুইটির মতো এ ম্যাচটিরও মূল আকর্ষণ ভিনগ্রহের ফুটবল খেলা লিওনেল মেসি। এ আসরে এখন পর্যন্ত আর্জেন্টিনার তিন গোলের দুটিই এসেছে ক্ষুদে জাদুকরের পা থেকে।

ইরানের বিপক্ষের খেলা আর্জন্টাইন একাদহকেই হয়ত দেখা যাবে এ ম্যাচেও। তবে হলুদ কার্ড দেখে সাসপেনশনের টেনশনে থাকা মার্কোস রোজো হয়ত থাকবেন বিশ্রামে।

এদিকে, আগের ম্যাচে বসনিয়াকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপে আবার জয়ের দেখা পেয়েছে সুপার ঈগলরা। কোচ স্টিফেন কেশি আশাবাদী সুপার সিক্সটিনও নিশ্চত করবে তার দল। এর আগে আর্জেন্টাইনদের সঙ্গে ৬ বারের মোকাবেলায় পাঁচবারই হেরেছে নাইজেরিয়া। জিতেছে একটি ম্যাচ আর ড্র একটিতে।

আর এক পয়েন্ট নিয়ে অন্য ম্যাচে বসনিয়ার মুখোমুখি হচ্ছে ইরান। টানা দুই ম্যাচ হারা সবনিয়ার বাড়ি ফেরা নিশ্চিত হয়েছে আগেই। অভিষেক বিশ্বকাপে কমপক্ষে একটি জয়ের লক্ষ্যেই হয়ত তারা লড়বে ইরানের সঙ্গে। তবে জিতলে ইরানের সম্ভাবনা থাকবে শেষ ষোলতে যাওয়ার। অবশ্য এ জন্য নাইজেরিয়ার চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকতে হবে প্রিন্স অব পার্সিয়াদের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ