জাপানকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হল কলম্বিয়া। কলম্বিয়ার বিপক্ষে খেলতে নামে এশিয়ার পরাশক্তি জাপান। ১৭ মিনিটে স্পট কিক থেকে গোল করে কলোম্বিয়াকে লিড এনে দেন হুয়ান কুয়াদ্রাদো।
প্রথমার্ধের ইনজুরি টাইমে ট্রাই কালারদের জালে বল পাঠিয়ে সমতা আনেন ব্লু সামুইদের তারকা ফরোয়ার্ড সিনজি ওকাজাকি।
তবে বিরতি থেকে ফিরে যেন আরও আক্রমনাত্বক হয়ে উঠে কলম্বিয়া। জ্যাকসন মার্টিনেজ গোল করে জাপানের সঙ্গে ব্যবধান বাড়ান বাড়িয়ে নেন।
৮২ মিনিটে ব্লু সামুরাইদের জালে আবারও বল পাঠান মার্টিনেজ।
দ্বিতীয়ার্ধের খেলা শেষ হবার মিনিট খানেক জাপানের জালে শেষ আঘাত হানেন জেমস রড্রিগেজ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: